যাত্রী সেজে উঠেছিল অটোয়, বাংলাদেশে হিন্দুর সঙ্গে যা হল, শিউরে উঠবেন…

|

Jan 05, 2026 | 2:57 PM

Bangladesh: যাত্রীবেশে অটোতে উঠে দুষ্কৃতীরা ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি সোনা লুঠ করে। বাংলাদেশে বিগত বছরেরও বেশি সময় ধরে হিন্দু সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে, তার নিন্দায় সরব হয়েছে ভারত সহ গোটা বিশ্ব। তাও বাংলাদেশে চেনা চিত্র বদল হচ্ছে না।

বাংলাদেশে আবার আক্রান্ত হিন্দু। মৌলবাদীদের টার্গেট হিন্দু ব্যবসায়ী। সোনার ব্যবসায়ী শুভ পোদ্দারের কাছ থেকে সোনা লুঠ। যাত্রীবেশে অটোতে উঠে দুষ্কৃতীরা ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি সোনা লুঠ করে। বাংলাদেশে বিগত বছরেরও বেশি সময় ধরে হিন্দু সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে, তার নিন্দায় সরব হয়েছে ভারত সহ গোটা বিশ্ব। তাও বাংলাদেশে চেনা চিত্র বদল হচ্ছে না। হিন্দুদের উপরে অত্যাচার চলছেই। দীপু চন্দ্র দাস থেকে শুরু করে খোকন দাস, একাধিক হিন্দুকে অত্যাচার করে হত্যার পর এবার হিন্দু ব্যবসায়ীর থেকে লুঠ।