Bangladesh, Yarn Trade: ইউনূসের দুঃসাহস! সুতোয় টান দিয়ে ভারতকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ?

Jan 15, 2026 | 7:38 PM

India-Bangladesh Trade: দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলেনি। ঢাকার অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার সুর আরও চড়েছে। গত এপ্রিল মাস থেকেই স্থলপথে সুতো আমদানিতে একপ্রস্থ বাধা দিয়েছিল ঢাকা। এবার লক্ষ্য ভারতীয় বাজারকে সরাসরি শুল্কের ধাক্কা দেওয়া।

জানা গিয়েছে ভারত থেকে আমদানি করা সুতোর উপর ১০ থেকে ২০ শতাংশ শুল্ক বসানর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ঢাকা।

দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়া থেকে শুরু করে আইপিএল বিতর্ক, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলেনি। উল্টে ঢাকার অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার সুর আরও চড়েছে। গত এপ্রিল মাস থেকেই স্থলপথে সুতো আমদানিতে একপ্রস্থ বাধা দিয়েছিল ঢাকা। এবার লক্ষ্য ভারতীয় বাজারকে সরাসরি শুল্কের ধাক্কা দেওয়া।

এক অর্থনৈতিক বিশ্লেষকের মতে, এর ফলে ভারতের বাজারে সুতোর বাড়তি জোগান তৈরি হবে। ফলে দাম পড়ে যাবে হুহু করে। এতে বড়সড় লোকসানের মুখে পড়বেন আমাদের তুলো চাষি ও মিল মালিকরা।

Published on: Jan 15, 2026 07:37 PM