Bangladesh News: এরা কারা? নিজের হাতে করেই নিজের দেশের কৃষ্টি-সংস্কৃতি নষ্ট করছে?

Dec 19, 2025 | 5:17 PM

গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভাঙা হয় শেখ মুজিবরের মূর্তি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে।আর নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। মুজিবর রহমানের বাড়ির অবশিষ্টাংশও ভেঙে দিল কট্টরপন্থীরা। হাতুড়ি দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে দেওয়া হল।

হাদির মৃত্যুর রোষও আছড়ে পড়েছে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ছায়ানট সংস্কৃতি ভবনেও ভাঙচুর করে জনতা। আগুন লাগানোর চেষ্টা করে। যে বাংলাদেশের জন্য লড়েছিলেন, নিজের প্রাণ দিয়েছিলেন শেখ মুজিবর রহমান, যে কারণে তাঁকে বঙ্গবন্ধু বলা হয়, তাঁর সম্মান তো আগেই মাটিতে মিশিয়েছিল বাংলাদেশ। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভাঙা হয় শেখ মুজিবরের মূর্তি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে।আর নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। মুজিবর রহমানের বাড়ির অবশিষ্টাংশও ভেঙে দিল কট্টরপন্থীরা। হাতুড়ি দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে দেওয়া হল।