Bangladesh chaos: ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, জ্বালিয়ে মারা হল হিন্দুকে

Dec 19, 2025 | 2:19 PM

আর তাঁর মৃত্যুর খবর আসার পরই আগুন জ্বলতে থাকে বাংলাদেশে। একের পর এক প্রথম সারির সংবাদমাধ্যমের অফিস থেকে শুরু করে আওয়ামী লিগের অফিসে আগুন ধরিয়ে দেয় উন্মুত্ত জনতা। এই হামলা, ভাঙচুরের পিছনে জামাত সমর্থক ও কট্টরপন্থীদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

হাদিকে হত্যার পর থেকেই জ্বলছে বাংলাদেশ। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ফের হিন্দু নিধন। এমনকী হিন্দু নিধন করা হচ্ছে। এক যুবককে জ্যান্ত জ্বালানোর অভিযোগ। ঘটনাটি ময়মনসিংহের। এখানে উল্লেখ্য, সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। আর তাঁর মৃত্যুর খবর আসার পরই আগুন জ্বলতে থাকে বাংলাদেশে। একের পর এক প্রথম সারির সংবাদমাধ্যমের অফিস থেকে শুরু করে আওয়ামী লিগের অফিসে আগুন ধরিয়ে দেয় উন্মুত্ত জনতা। এই হামলা, ভাঙচুরের পিছনে জামাত সমর্থক ও কট্টরপন্থীদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

Published on: Dec 19, 2025 02:18 PM