বাংলাদেশে পিটিয়ে, পুড়িয়ে মারল হিন্দু যুবককে, সেলফি তুলল নির্লজ্জ জনতা
Bangladesh Protest: ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। সেখানেও সংখ্যালঘু হিন্দুদেরই নিশানা? অভিযোগ, বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসও।
বাংলাদেশে নৃশংসতার নজিরবিহীন ঘটনা। ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। সেখানেও সংখ্যালঘু হিন্দুদেরই নিশানা? অভিযোগ, বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়। জানা গিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাশ নামের এক হিন্দু যুবককে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। তারপর মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। লোকজন দাড়িয়ে দেখে সেই নারকীয় হত্যালীলা। এমনকী অনেককে সেলফি তুলতেও দেখা যায়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসও।
Published on: Dec 19, 2025 04:28 PM