ভারতীয়কে ‘বাবা’ বানিয়ে পরিচয়পত্র তৈরি বাংলাদেশির, প্রশাসনের দ্বারস্থ জিয়াদ

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 28, 2025 | 7:35 PM

 উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক ব্যক্তি অভিযোগ করলেন, তাঁর অজান্তেই এক বাংলাদেশি যুবক তাঁকে ‘বাবা’ দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করিয়েছেন। পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি বলে তাঁর অভিযোগ। এখন নাম কাটাতে এসআইআর-ই ভরসা জিয়াদ আলি দফাদার নামে ওই ব্যক্তির। জিয়াদ আলি দফাদার বলেন, বছর চারেক আগে হঠাৎই তিনি দেখেন, ভোটার লিস্টে মাহাবুর দফাদার নামে এক যুবকের নাম রয়েছে। যেখানে জিয়াদ আলি দফাদারকে বাবা পরিচয় দেওয়া হয়েছে। তখন তিনি খোঁজখবর নিয়ে দেখেন, তাঁকে বাবা সাজিয়ে শুধু ভোটার কার্ড নয়, আধার কার্ড-সহ সমস্ত রকম সরকারি নথি ওই যুবক বানিয়ে ফেলেছেন। 

উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক ব্যক্তি অভিযোগ করলেন, তাঁর অজান্তেই এক বাংলাদেশি যুবক তাঁকে ‘বাবা’ দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করিয়েছেন। পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি বলে তাঁর অভিযোগ। এখন নাম কাটাতে এসআইআর-ই ভরসা জিয়াদ আলি দফাদার নামে ওই ব্যক্তির। জিয়াদ আলি দফাদার বলেন, বছর চারেক আগে হঠাৎই তিনি দেখেন, ভোটার লিস্টে মাহাবুর দফাদার নামে এক যুবকের নাম রয়েছে। যেখানে জিয়াদ আলি দফাদারকে বাবা পরিচয় দেওয়া হয়েছে। তখন তিনি খোঁজখবর নিয়ে দেখেন, তাঁকে বাবা সাজিয়ে শুধু ভোটার কার্ড নয়, আধার কার্ড-সহ সমস্ত রকম সরকারি নথি ওই যুবক বানিয়ে ফেলেছেন।