Paper Bank Notes: এই ২৩ দেশে বন্ধ কাগজের নোট!
ভারতে ব্যবহার হয় কাগজের নোট। কিন্তু প্লাস্টিকের নোটের প্রচলন আছে অনেক দেশেই। ২৩টি দেশে ব্যবহার হয় প্লাস্টিকের নোট। কিন্তু সেই সব দেশে আগে অকটা সময়ে ব্যবহার হত কাগজের নোট। ৬ টি দেশ বন্ধ করেছে কাগজের নোটের ব্যবহার।
বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে । RBI এই ঘোষণা করে। অনেকেই উদ্বিগ্ন এই সিদ্ধান্তে। কেউ বলছেন কাগজের টাকা হয়তো বন্ধ হয়ে যাবে। কেউ বলছেন এই কাগজের নোটের বদলে হয়তো প্লাস্টিকের নোট আসতে পারে। কয়েনের ব্যবহার শুরু হয় রাজা-মহারাজাদের সময় থেকে । তারপর নোট আসে । ভারতে ব্যবহার হয় কাগজের নোট। কিন্তু প্লাস্টিকের নোটের প্রচলন আছে অনেক দেশেই। ২৩টি দেশে ব্যবহার হয় প্লাস্টিকের নোট। কিন্তু সেই সব দেশে আগে অকটা সময়ে ব্যবহার হত কাগজের নোট। ৬ টি দেশ বন্ধ করেছে কাগজের নোটের ব্যবহার। সেই দেশ গুলি হল নিউজিল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি,রুমানিয়া এবং ব্রুনেই। কাগজের নোট জাল করা খুব সহজ। কিন্তু এত সহজে প্লাস্টিকের নোট নকল করা বেশ কঠিন। জলে ভিজে গেলে কাগজের নোট নষ্ট হয়ে যেতে পারে।কিন্তু প্লাস্টিকের নোট সহজে নষ্ট হয় না।
Latest Videos