Bar Hill Comb: খোঁজ মিলল এমন চিরুনির যা তৈরি মানুষের মাথার খুলি দিয়ে
সেই লৌহ যুগের চিরুনিটি ২ ইঞ্চি লম্বা এবং এটির প্রায় এক ডজন দাঁত রয়েছে।তাঁরা এই চিরুনির নাম দিয়েছেন বার হিল কম্ব।তাঁরা এই চিরুনির খোঁজ বার হিল গ্রামের খনি থেকে পেয়েছেন
সাধারণত প্রাচীন চিরুনি কাঠ বা ধাতু দিয়ে তৈরি হত।বর্তমানে পুরাতত্ত্ববিদরা এমন একটি চিরুনির সন্ধান পেয়েছেন,যা মানুষের মাথার খুলি দিয়ে তৈরি করা হয়েছে।বার হিল গ্রামে তিন বছর ধরে খননকার্য চলছিল,যা 2018 সালে শেষ হয়।সেখান থেকেই পুরাতত্ত্ববিদরা অনেক পুরনো জিনিস উদ্ধার করেছেন।সেগুলির সবই খ্রিস্টপূর্ব ৭৫০ থেকে ৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ তখন ছিল লৌহযুগের সময়।সেই লৌহ যুগের চিরুনিটি ২ ইঞ্চি লম্বা এবং এটির প্রায় এক ডজন দাঁত রয়েছে।তাঁরা এই চিরুনির নাম দিয়েছেন বার হিল কম্ব।তাঁরা এই চিরুনির খোঁজ বার হিল গ্রামের খনি থেকে পেয়েছেন।তাই এই চিরুনির নাম দিয়েছেন বার হিল কম্ব।শুধু এই চিরুনিই নয়,বার হিল গ্রামের খনি থেকে প্রায় ২.৮০ লক্ষ পুরনো জিনিস পাওয়া গিয়েছে।পুরাতত্ত্ববিদরা এই চিরুনির ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।সেই সময়ের মানুষরা এই চিরুনিকে তাবিজ হিসেবেও ব্য়বহার করতেন।সেই সমাজে এই চিরুনিটির একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল।পুরাতত্ত্ববিদ মাইকেল মার্শালন বলেন যে,’বার হিল চিরুনিটি লৌহ যুগের মানুষদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ ছিল’।কেমব্রিজশায়ারে আরও দু’টি এইরকম দেখতে বস্তু পাওয়া গিয়েছে ১৯৭০ এবং ২০০০ এর দশকে।আর অবাক ব্য়পার হল, দুটোই দেখতে চিরুনির মতো।