মর্গেই এই কাজ! প্রীতমের চোখ চুরি করল কে?
Barasat Eye Stealing Case: মর্গ থেকে চুরি চোখ। বারাসত মেডিক্যাল কলেজের মর্গ থেকে কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষের দেহ বার করে সৎকার্যের নিয়ে যাচ্ছিল পরিবার। আজ, বুধবার দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে প্রীতমের দেহের। এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অভিযোগ, হাসপাতালের কুলার অকেজো। মর্গের ১০টি ফ্রিজই খারাপ।
মর্গ থেকে চুরি চোখ। মঙ্গলবার বারাসত মেডিক্যাল কলেজের মর্গ থেকে কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষের দেহ বার করে সৎকার্যের নিয়ে যাচ্ছিল পরিবার। তখনই তাঁরা দেখেন, মুখের একপাশে পড়ে তুলসি পাতা, চোখ উধাও। এরপরই ধুন্ধুমারকাণ্ড বাধে। মঙ্গলবার ওই সময়ই যশোর রোড দিয়ে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগীর পরিজনরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা মুখ্য়মন্ত্রীকে গোটা বিষয়টি জানান। তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ফোন করেন হাসপাতালের এমএসভিপিকে। আজ, বুধবার দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে প্রীতমের দেহের। এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অভিযোগ, হাসপাতালের কুলার অকেজো। মর্গের ১০টি ফ্রিজই খারাপ।