খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম? শুভেন্দু বললেন…

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 17, 2025 | 8:30 AM

এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম নেই ৫৮ লক্ষের। কিন্তু, খসড়া ভোটার তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম থাকলে কী করতে হবে? এই নিয়ে বিজেপি কর্মীদের বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বিজেপির সভায় তিনি বলেন, "যদি দেখেন ভোটার তালিকায় ভুয়ো, মৃত ভোটার রেখে দেওয়া হয়েছে, যদি দেখেন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গার নাম রেখে দেওয়া হয়েছে, তাহলে ফর্ম ৭ জমা দিতে হবে। সতর্ক থাকবেন তো?" বিহার, ওড়িশার যেসব নাগরিক এখন এ রাজ্যের বাসে করেন, তাঁরা কীভাবে নাম তুলবেন, সেকথা জানান শুভেন্দু। ৮ নম্বর ফর্ম পূরণের কথা বলেন।

এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম নেই ৫৮ লক্ষের। কিন্তু, খসড়া ভোটার তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম থাকলে কী করতে হবে? এই নিয়ে বিজেপি কর্মীদের বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বিজেপির সভায় তিনি বলেন, “যদি দেখেন ভোটার তালিকায় ভুয়ো, মৃত ভোটার রেখে দেওয়া হয়েছে, যদি দেখেন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গার নাম রেখে দেওয়া হয়েছে, তাহলে ফর্ম ৭ জমা দিতে হবে। সতর্ক থাকবেন তো?” বিহার, ওড়িশার যেসব নাগরিক এখন এ রাজ্যের বাসে করেন, তাঁরা কীভাবে নাম তুলবেন, সেকথা জানান শুভেন্দু। ৮ নম্বর ফর্ম পূরণের কথা বলেন।