Beldanga: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেলডাঙা, খুলছে দোকানপাট, চলছে গাড়ি
Beldanga Tension: প্রতিবাদের নামে গত শুক্র ও শনিবার বেলাগাম তাণ্ডব চলে বেলডাঙায়। জাতীয় সড়কে স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। যাত্রীদের উপরও আক্রমণ নেমে আসে। আক্রমণ চলে স্থানীয় হোটেলে। তীব্র আতঙ্ক দানা বেঁধেছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। চাপানউতোর শুরু হয় রাজনৈতিক মহলে। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা এলাকা।
বেলাগাম তাণ্ডবের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বেলডাঙা। খুলছে দোকানপাট। স্বাভাবিক হচ্ছে যান চলাচল। যান চলাচল করছে ১২ নম্বর জাতীয় সড়কের বড়ুয়া মোড়ে। এখনও জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং রয়েছে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙা। প্রতিবাদের নামে গত শুক্র ও শনিবার বেলাগাম তাণ্ডব চলে বেলডাঙায়। জাতীয় সড়কে স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। যাত্রীদের উপরও আক্রমণ নেমে আসে। আক্রমণ চলে স্থানীয় হোটেলে। তীব্র আতঙ্ক দানা বেঁধেছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। চাপানউতোর শুরু হয় রাজনৈতিক মহলে। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা এলাকা।