Beldanga Violence: বেলডাঙায় যেখানেই অশান্তি, সেখানেই হাজির এই মতিউর! কে ইনি?
Beldanga Violence: উত্তপ্ত বেলডাঙা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করেই আগুন জ্বলল মুর্শিদাবাদে। গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। যাদের মধ্যে একজন আবার মিম নেতা। শনিবারের হিংসার ঘটনায় গ্রেফতার করা হয় মতিউর রহমান নামে এক মিম নেতাকে।
উত্তপ্ত বেলডাঙা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করেই আগুন জ্বলল মুর্শিদাবাদে। গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। যাদের মধ্যে একজন আবার মিম নেতা। শনিবারের হিংসার ঘটনায় গ্রেফতার করা হয় মতিউর রহমান নামে এক মিম নেতাকে। শনিবার নতুন করে বেলডাঙায় অশান্তি ছড়ানোর ঘটনায় তাঁকেই নেতৃত্ব প্রদানকারী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধরের অভিযোগে মতিউরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার এবং শনিবার যে যে জায়গায় বিক্ষোভ হিংসাত্মক আকার নিয়েছিল, ঠিক সেই সেই জায়গাতেই মতিউরের হদিশ পেয়েছে পুলিশ। সংবাদমাধ্যম ও সমাজমাধ্য়মে পাওয়া ভিডিয়ো থেকেই তাঁকে চিহ্নিত করা হয়েছে। এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার নানা হিংসার ঘটনায় এই মিম নেতার নাম জড়িয়েছে। নব্য সংযোজন বেলডাঙার তাণ্ডব।
