শহর জুড়ে পোস্টার পড়েছে ‘বেঙ্গল টাইগার ইজ ব্যাক’, কার জন্য এতদিন অপেক্ষা ছিল?

|

Jan 06, 2026 | 6:16 PM

Dilip Ghosh: দিলীপ ঘোষ বললেন, “এসআইআর-র পরই বুঝেছি, দিদিমণি যে ভবানীপুর থেকে জিতেছেন, সেখানে সাড়ে ৪৪ হাজার নাম বাদ গিয়েছে। উনি কত ভোটে জেতেন? কেন জেতেন আমরা জানলাম। নন্দীগ্রামে গিয়েছিলেন। ওখানকার লোকেরা কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন।"

পোস্টার পড়েছে ‘বেঙ্গল টাইগার ইজ ব্যাক’। কার জন্য? দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, তারপর এতদিন বাদে আবার স্বমহিমায় তিনি। রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “এসআইআর-র পরই বুঝেছি, দিদিমণি যে ভবানীপুর থেকে জিতেছেন, সেখানে সাড়ে ৪৪ হাজার নাম বাদ গিয়েছে। উনি কত ভোটে জেতেন? কেন জেতেন আমরা জানলাম। নন্দীগ্রামে গিয়েছিলেন। ওখানকার লোকেরা কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কারণ, ওখানে মাত্র ১০ হাজার মৃত ভোটার ছিলেন। জিততে পারেননি। ভুয়ো ভোটার ছাড়া জিততে পারেন না। তাঁর প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তাঁর এলাকায় ভুয়ো ভোটার বেরিয়েছে ৬৬ হাজার। ২০, ২৫, ৩০ শতাংশ ভুয়ো ভোটার রয়েছে। এই যে তিনবার জিতেছে তৃণমূল, পুরোটাই ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করত।”

Published on: Jan 06, 2026 06:16 PM