Ayodhya Ram Mandir: সাইকেলে চেপে বাঙালির ‘অযোধ্যা দর্শন’

rahul Sadhukhan |

Jan 22, 2024 | 6:22 PM

বাঙালি সাইক্লিস্ট সম্রাট সাইকেলে চেপেই পাড়ি দিলেন 'অযোধ্যা দর্শনে'। এই ভিডিয়ো দেখলে অবাক হবেন কোন শিকড়ের টান খুঁজে পেলেন সাইকেল যাত্রার শেষে।

এই মন্দির কমপ্লেক্সের নাম আয়ুথ্যায়া। থাইল্যান্ড থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই আয়ুথ্যায়া মন্দির। নাকতলার রিভার সাইক্লিস্ট সম্রাট মৌলিক সারা পৃথিবী জুড়ে নদী ও জল সংরক্ষণের জন্য সাইকেলে পাড়ি দেন। সাইকেল চালাতে তাঁর খুবই ভাল লাগে। এই জানুয়ারিতেই সম্রাট গিয়েছিলেন আয়ুথ্যায়াতে। তিনি বলছেন অযোধ্যা ৩৫০০ কিলোমিটার দূরে এই আয়ুথ্যায়ার গল্প।

অতীতে থাইল্যান্ডের নাম ছিল ‘সিয়াম’। সিয়ামের উচ্চারণ কিছুটা শ্রীরামের মতো না? সিয়ামের মহাকাব্যের নাম ‘রামাকিয়েন’। সিয়ামের রাজাদের নামও ছিল রামের নামে। অযোধ্যার রাম মন্দিরের মাটি নিয়ে গেছেন আয়ুথ্যায়ার মন্দির কমিটি।

চাও ফারায়া নদীর তীরে অবস্থিত এই আয়ুথ্যায়া মন্দির প্রাঙ্গণে কলকাতার এই বাঙালি যেন খুঁজে পেলেন দুই দেশের অতিতের শিকড়।

Ram Mandir Inauguration News: মোদী না থাকলে ১০০ বছরেও রাম মন্দির হত না!
Ayodhya Ram Mandir: কীভাবে তৈরি হল অযোধ্যার রাম মন্দির?
Ram Mandir Inauguration News: মোদী না থাকলে ১০০ বছরেও রাম মন্দির হত না!
Ayodhya Ram Mandir: কীভাবে তৈরি হল অযোধ্যার রাম মন্দির?