মুখ পুড়ল রাহুলের, বিহারে লজ্জার হার কংগ্রেসের
Bihar Assembly Election Results 2025: বিহারে কংগ্রেসের শোচনীয় হার। এই পরিস্থিতি খুবই ‘হতাশাজনক’, বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ANI-কে সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা খুব স্পষ্ট যে এনডিএ-র লিড রয়েছে। এটা অবশ্যই খুবই হতাশাজনক, এবং যদি এটাই চূড়ান্ত ফল হয়ে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় খুব সিরিয়াস আত্মসমালোচনা করতে হবে।"
সংগঠন দুর্বল নাকি কোথাও স্ট্র্যাটেজি কোনও বড় ভুল থেকে গিয়েছে? নাকি টিকিট বণ্টনে কোনও সমস্যা? বিহারে কেন কংগ্রেসের শোচনীয় অবস্থা? এবার আত্মসমালোচনায় পথ অনুসন্ধানের পথে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের হাল শোচনীয়। এই পরিস্থিতি খুবই ‘হতাশাজনক’, বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ANI-কে সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা খুব স্পষ্ট যে এনডিএ-র লিড রয়েছে। এটা অবশ্যই খুবই হতাশাজনক, এবং যদি এটাই চূড়ান্ত ফল হয়ে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় খুব সিরিয়াস আত্মসমালোচনা করতে হবে। শুধু বসে ভাবলে হবে না—কী ভুল হল, কোথায় কৌশলগত, বার্তা দেওয়ার ক্ষেত্রে বা সংগঠনগত ভুল ছিল, সেগুলো খুঁজে দেখতে হবে।”