Bihar Election Result: কেউ নাচলেন, কেউ লাড্ডু বিলোলেন, কেউ গাইলেন…

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 14, 2025 | 4:30 PM

Bihar Election Result: বাংলাতেও ধরা পড়েছে উচ্ছ্বাসের ছবি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, সেলিব্রেশনে জুড়ে গেল সব জেলাই। জলপাইগুড়ি জেলা কার্যালয়ে পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করিয়ে, ঢাক বাজিয়ে, অকাল হোলি খেলে সেলিব্রেশন করেন বিজেপির নেতা কর্মীরা।

কেউ মোদীর নাম লেখা পোশাক পরেছেন. কেউ মোদীর মতো মুখোশ পরেছেন। এরই মধ্যে মোদীর নামে গান ধরলেন মহিলারা।

এসআইআর নিয়ে বিরোধীরা ময়দানে নেমেছিল। কিন্তু নরেন্দ্র মোদী-নীতিশ কুমরের ম্যাজিকে উড়ে গিয়েছে বিরোধী দলগুলি। হু হু করে আসন বাড়ছে বিজেপির। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তুমুল উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল। কেউ লাড্ডু বিলি করছেন, কেউ নাচ-গান করছেন। বিহারের এই ফলাফলে বঙ্গ বিজেপিও অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে।