Narendra Modi: ২০ বছর পরেও ফের নীতীশেই আস্থা বিহারের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Narendra Modi: মোদী বলেন, “উত্তর প্রদেশে চার দশক, পশ্চিমবঙ্গে পাঁচ দশকেও কংগ্রেস ফেরেনি। গত তিন লোকসভা নির্বাচনে কংগ্রেস তিন অঙ্কেও পৌঁছতে পারেনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর ৬ রাজ্যে বিধানসভা ভোট হয়েছে। একটাতেও ১০০ পার করতে পারেনি কংগ্রেস।”
নয়া দিল্লি: বক্তব্যের শুরুর দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বিহারে গিয়ে যখন জঙ্গলরাজের কথা বলতাম, তখন আরজেডি বিচলিত হত না। কিন্তু কংগ্রেসের খুব গায়ে লাগত।” এরপরই কংগ্রেসের ফলাফলের কথা উল্লেখ করেন তীব্র কটাক্ষ করেন মোদী। কংগ্রেসকে ‘মুসলিম লিগ-মাওবাদী’ বলে কটাক্ষ করেন তিনি। হিসেব দিয়ে মোদী বলেন, “উত্তর প্রদেশে চার দশক, পশ্চিমবঙ্গে পাঁচ দশকেও কংগ্রেস ফেরেনি। গত তিন লোকসভা নির্বাচনে কংগ্রেস তিন অঙ্কেও পৌঁছতে পারেনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর ৬ রাজ্যে বিধানসভা ভোট হয়েছে। একটাতেও ১০০ পার করতে পারেনি কংগ্রেস।”