Biplab Chatterjee Book: বিপ্লব চট্টোপাধ্যায়ের বই, সেটা যে বিস্ফোরক হবে তা না বললেও চলে

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 04, 2023 | 10:20 PM

Book Publishing: বিপ্লব চট্টোপাধ্যায়ের বই, সেটা যে বিস্ফোরক হবে তা আলাদা করে না বললেও চলে।

বিপ্লব চট্টোপাধ্যায়ের বই, সেটা যে বিস্ফোরক হবে তা আলাদা করে না বললেও চলে। মাঝে মাঝেই মেজাজ হারান। প্রেস ক্লাবের বই প্রকাশ অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না। ‘অ্যাংরি ম্যান’ অবশ্য আলাদা করে কথা বললেন TV9 বাংলা ডিজিটালের সঙ্গে। বাংলার খ্যাতনামা ভিলেন অবশ্য “এ সমাজের ভিলেন কে” প্রশ্ন শুনেই জ্বলে উঠলেন।

Published on: Feb 10, 2023 02:50 PM