তৃণমূলের ডুগডুগি বাজবেই এবার: দিলীপ ঘোষ
West Bengal Assembly Election 2026: আবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ। দলে গুরুত্ব বাড়ছে তাঁর, আর তিনি নিজেও পুরনো ফর্মে ফিরে আসছেন। এবার তৃণমূলের ডুগডুগি বাজানোর কথা বললেন বিজেপি নেতা। বললেন, "তৃণমূল কংগ্রেসের ডুগডুগি বাজবেই। আজ বাংলার উত্তরণ শুরু হচ্ছে নতুন বছর থেকে।"
আবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ। দলে গুরুত্ব বাড়ছে তাঁর, আর তিনি নিজেও পুরনো ফর্মে ফিরে আসছেন। এবার তৃণমূলের ডুগডুগি বাজানোর কথা বললেন বিজেপি নেতা। বললেন, “তৃণমূল কংগ্রেসের ডুগডুগি বাজবেই। আজ বাংলার উত্তরণ শুরু হচ্ছে নতুন বছর থেকে। প্রণাম করলাম ডুগডুগি বাজিয়ে। আমরা শপথ করলাম যে এবার বাংলায় পরিবর্তন করাবোই। নির্বাচন কমিশনের কর্মীদের ভয় দেখিয়ে রেখেছে যে আমাদের কথা না শুনলে দুঃখ আছে। সেই ভয়ে আছে কর্মীরা।”