Dilip Ghosh on Kasba Case: কসবায় সত্যিকারের দোষীকে আড়াল করা হচ্ছে: দিলীপ
কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নির্যাতিতার কলেজে দীর্ঘক্ষণ অবস্থান নিয়েই প্রশ্ন তোলেন তিনি। বলেন, “ওকে কলেজে ডাকা হল, তারপর রাত পর্যন্ত কলেজেই থাকল। নিশ্চয়ই বিনা কারণে একজন মহিলা ওই অবস্থায় বেশি সময় থাকতে চাইবেন না। চিন্তার বিষয়।” এর পাশাপাশি রাজ্যে চাকরির হাল নিয়েও কটাক্ষ করেন দিলীপ। বলেন, […]
কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নির্যাতিতার কলেজে দীর্ঘক্ষণ অবস্থান নিয়েই প্রশ্ন তোলেন তিনি। বলেন, “ওকে কলেজে ডাকা হল, তারপর রাত পর্যন্ত কলেজেই থাকল। নিশ্চয়ই বিনা কারণে একজন মহিলা ওই অবস্থায় বেশি সময় থাকতে চাইবেন না। চিন্তার বিষয়।” এর পাশাপাশি রাজ্যে চাকরির হাল নিয়েও কটাক্ষ করেন দিলীপ। বলেন, “ম্যাঙ্গো পাশ করা আইনজীবী কলেজে সামান্য কাজ করছে? পিয়নের কাজ করছে? ভাইস প্রিন্সিপালকে দেখেই বোঝা যাচ্ছে উনি অসহায়। কিছুই বলতে পারছেন না। কারুর হিম্মত ছিল না কিছু করার।”
এদিকে অভিযুক্ত মনোজিৎকে কলেজে চাকরির সুপারিশ করেছিলেন তৃণমূল বিধায়ক অশোক দেব—এমন অভিযোগও উঠেছে ছাত্রছাত্রীদের একাংশের থেকে। আর কী বললেন দিলীপ ঘোষ? দেখুন ভিডিয়ো