Hiran Chaterjee: দিলীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হিরণ

| Edited By: সোমনাথ মিত্র

Jul 22, 2025 | 9:35 PM

২১ জুলাই রাজনীতির নজর যখন ধর্মতলা ও উত্তরকণ্যা ঘিরে, ঠিক তখনই খড়্গপুরে অন্য এক রাজনৈতিক ছক কষছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যেখানে দিলীপ ঘোষ তাঁর রাজনৈতিক যাত্রার সূচনাস্থল খড়্গপুরে শহিদ স্মরণ সভার আয়োজন করছেন, সেখানেই হিরণ চালু করলেন অভিনব উদ্যোগ—‘হ্যালো বিধায়ক’ কর্মসূচি। তৃণমূলের ‘দিদিকে বলো’-র ধাঁচে শুধুমাত্র খড়্গপুরবাসীর জন্য […]

২১ জুলাই রাজনীতির নজর যখন ধর্মতলা ও উত্তরকণ্যা ঘিরে, ঠিক তখনই খড়্গপুরে অন্য এক রাজনৈতিক ছক কষছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যেখানে দিলীপ ঘোষ তাঁর রাজনৈতিক যাত্রার সূচনাস্থল খড়্গপুরে শহিদ স্মরণ সভার আয়োজন করছেন, সেখানেই হিরণ চালু করলেন অভিনব উদ্যোগ—‘হ্যালো বিধায়ক’ কর্মসূচি।

তৃণমূলের ‘দিদিকে বলো’-র ধাঁচে শুধুমাত্র খড়্গপুরবাসীর জন্য এই কর্মসূচির ঘোষণা করেছেন হিরণ। সমাজমাধ্যমে এক হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করে তিনি জানান, খড়্গপুরের নাগরিকরা সেই নম্বরে নিজেদের অভিযোগ, সমস্যা বা পরামর্শ সরাসরি পাঠাতে পারবেন। এই মাধ্যমে তিনি মানুষের আরও কাছাকাছি আসতে চান বলেই জানিয়েছেন।

রাজনীতিতে নিজের সীমিত উপস্থিতির মাঝেও এভাবেই খড়্গপুরে নিজের জনসংযোগ আরও মজবুত করার চেষ্টা করছেন হিরণ চট্টোপাধ্যায়।

এপ্রসঙ্গে আজ বিধানসভার বাইরে কী বললেন হিরণ? দেখুন ভিডিয়ো।