টাটাদের ক্ষমতায় ফেরাতে পারবেন শুভেন্দু? বড় কথা বলে দিলেন…

|

Nov 30, 2025 | 2:14 PM

Suvendu Adhikari: বিজেপি নেতা শুভেন্দু বলেন, "রতন টাটাকে তাড়িয়েছে এরা। তৃণমূলের আমলে ৬ হাজার ৮৮৮ শিল্প বন্ধ হয়েছে। এখনও হেলদোল হল না কেন? মেখলিগঞ্জে উন্নয়ন হল না কেন? প্রতিদিন প্রতি মিনিটে পুলিশ ১০ হাজার টাকা তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)কে পাঠায়।"

বাংলায় আবার ফিরবে টাটা? বড় দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বললেন, টাটাকে রাজ্যছাড়া করেছে তৃণমূল কংগ্রেস। তাই তাদের ক্ষমতাচ্যুত করতে হবে। বিজেপি নেতা শুভেন্দু বলেন, “রতন টাটাকে তাড়িয়েছে এরা। তৃণমূলের আমলে ৬ হাজার ৮৮৮ শিল্প বন্ধ হয়েছে। এখনও হেলদোল হল না কেন? মেখলিগঞ্জে উন্নয়ন হল না কেন? প্রতিদিন প্রতি মিনিটে পুলিশ ১০ হাজার টাকা তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)কে পাঠায়। চোর পরেশ অধিকারীর জন্য ২৬ হাজার চাকরি গেছে। তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার?”