5

Dhupguri News: ধূপগুড়ির ‘ময়না তদন্ত’

ধুপগুড়ি উপনির্বাচনে হারের পর ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস গেরুয়া শিবিরের। সোমবার আলিপুরদুয়ারে বিধায়ক তথা বিধানসভার চিফ হুইপ মনোজ টিজ্ঞা কর্মীদের নিয়ে ম্যারাথন বৈঠকের পর TV9-কে এক সাক্ষাৎকারে বলেন ২০২৬ সালে ভালো মার্জিনে এই ধুপগুড়ি সিট পুনরুদ্ধার করবে বিজেপি।

Dhupguri News: ধূপগুড়ির 'ময়না তদন্ত'
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 7:09 PM

ধুপগুড়ি উপনির্বাচনে হারের পর ঘুরে দাঁড়ানোর মরীয়া প্র‍্য়াস গেরুয়া শিবিরের। সোমবার আলিপুরদুয়ারে বিধায়ক তথা বিধানসভার চিফ হুইপ মনোজ টিজ্ঞা কর্মীদের নিয়ে ম্যারাথন বৈঠকের পর টিভি৯ কে এক সাক্ষাৎকারে বলেন ২০২৬ সালে ভালো মার্জিনে এই ধুপগুড়ি সীট পুনরুদ্ধার করবে বিজেপি।তিনি বলেন হারজিত থাকবেই।হার থেকে শিক্ষা নিয়ে ঘাটতি পূরনে চেষ্টা করছি।আমরা একজোট হয়ে লড়াই করেছি।হার হয়েছে।বিজেপি শেষ হয়ে যায়নি। ৪৮৮৩ ভোটে আমরা হেরেছি।আমরা ২০২৬ এ এটা পুনরুদ্ধার করব এই সীট।অনেক শ্রমিক বাইরে চলে গিয়েছিল।দুটি দলই ৯০ এর ঘরে গেছে।বিজেপির ভোট একই আছে।কি ঘাটতি রয়েছে তা শুধরে কাজ করা হচ্ছে।বিজেপির বিধায়ক কমছে এ প্রসঙ্গে তিনি বলেন এটা কোন ব্যাপার নয়।৬ জন অন্য দলে চলে গেছে।২ জন রিজাইন দিয়েছে সাংসদের জন্য।আর একজনের অকালমৃত্যু হয়েছে।হারজিত থাকবেই।এ ক্ষেত্রে পদ্মচাষির কি অভাব? এ প্রশ্নে তিনি বলেন,এ রাজ্যে পুলিশ সরে গেলে টি এমসি বলে কিছু থাকবেনা। পঞ্চায়েত ভোটে তো ডিএম বিডিও এস ডিও বিজেপিকে হারিয়ে দিয়েছে।

Follow Us: