হাতে গঙ্গাজলের বোতল, বিধাননগর কমিশনারেটের কাছে কী করছে বিজেপি?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 11, 2026 | 3:24 AM

আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রাজনৈতিক তরজা বেড়েই চলেছে। ইডির বিরুদ্ধে সরব হয়ে একদিন আগেই পথে নেমেছিলেন মমতা। বিজেপিও পাল্টা বিক্ষোভ, প্রতিবাদে সামিল হয়েছে। এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। হাতে গঙ্গাজলের বোতল নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। তাঁরা বলেন, পুলিশের শুদ্ধিকরণ প্রয়োজন। সেইজন্য তাঁরা গঙ্গাজলের বোতল সঙ্গে এনেছেন। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলেও আক্রমণ শানান বিজেপি যুব মোর্চা নেতৃত্ব। শুক্রবার ধর্মতলায়ও বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশে কাজ করছে ইডি।

আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রাজনৈতিক তরজা বেড়েই চলেছে। ইডির বিরুদ্ধে সরব হয়ে একদিন আগেই পথে নেমেছিলেন মমতা। বিজেপিও পাল্টা বিক্ষোভ, প্রতিবাদে সামিল হয়েছে। এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। হাতে গঙ্গাজলের বোতল নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। তাঁরা বলেন, পুলিশের শুদ্ধিকরণ প্রয়োজন। সেইজন্য তাঁরা গঙ্গাজলের বোতল সঙ্গে এনেছেন। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলেও আক্রমণ শানান বিজেপি যুব মোর্চা নেতৃত্ব। শুক্রবার ধর্মতলায়ও বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশে কাজ করছে ইডি।