হাতে চপ্পল নিয়ে BDO অফিসে হামলা! গাইঘাটায় কী হল?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 17, 2025 | 5:46 PM

অভিযোগ, এসআইআর-এর কাজে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে হেনস্থা করেছেন জয়েন্ট বিডিও। এছাড়াও বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজ দেওয়া হচ্ছে না, বিরোধী দলনেত্রীকে ঘর দেওয়া হয়নি। এরকম একাধিক অভিযোগ তুলে বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশন দেয় বিজেপি।

উত্তর ২৪ পরগনা: গাইঘাটায় বিডিও এবং জয়েন্ট বিডিও-র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপির ডেপুটেশন। ঘটনাকে ঘিরে  উত্তেজনা।  অভিযোগ, এসআইআর-এর কাজে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে হেনস্থা করেছেন জয়েন্ট বিডিও। এছাড়াও বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজ দেওয়া হচ্ছে না, বিরোধী দলনেত্রীকে ঘর দেওয়া হয়নি। এরকম একাধিক অভিযোগ তুলে বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিডিও অফিসে ডেপুটেশন দেয় বিজেপি। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। ডেপুটেশন ঘিরে বিডিও অফিসের সামনে উত্তেজনা ছড়ায়। গেট ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা।

Published on: Dec 17, 2025 05:25 PM