Panshkura: মেয়ে ভর্তি নার্সিংহোমে,তার পাশে বসেই কাজ করে চলেছেন BLO বাবা
বিহারের মতো অ্যাসিস্ট্যান্ট বিএলও থাকলে চাপমুক্তি হতো দাবি বিএলও-র। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিজয়া রামচক এলাকার ১৭২ নম্বর বুথের বিএলও অতনু জানা। তিনি দায়িত্ব সহকারে এস আই আর এর কাজ একটানা করে চলেছেন।
অসুস্থ মেয়ে ভর্তি নার্সিংহোমে। অগত্যা নার্সিংহোমে বসেই কাজ সারছেন বিএলও (BLO) দায়িত্বশীল বাবা । কয়েকদিন আগেই তাকে ঘিরে ভোটাররা দেখিয়েছিলেন বিক্ষোভ। এসআইআর-এর গেরোয় বিএলও। বিহারের মতো অ্যাসিস্ট্যান্ট বিএলও থাকলে চাপমুক্তি হতো দাবি বিএলও-র। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিজয়া রামচক এলাকার ১৭২ নম্বর বুথের বিএলও অতনু জানা। তিনি দায়িত্ব সহকারে এস আই আর এর কাজ একটানা করে চলেছেন।