CEO দফতরে এখনও ধর্নায় অনড় ‘তৃণমূলপন্থী’ BLO সংগঠন
BLO Agitation: এসআইআর-এর কাজে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। সিইও দফতরের বাইরে বসেই স্লোগান দিচ্ছেন বিএলও-দের একাংশ। প্রসঙ্গত, সোমবার দুপুরেই সিইও- দফতরে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার মঞ্চ। এক আন্দোলনকারী বিএলও দফতরের গেটে তালা ঝোলাতে যান।
কলকাতা: CEO দফতরে ধরনায় অনড় বিএলও অধিকার মঞ্চ। দাবিদাওয়া নিয়ে মুখ্য় নির্বাচনী আধিকারিক দেখা না করা পর্যন্ত ধরনা তুলতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, অস্বাভাবিক কাজের চাপ, তাতে মৃত্যু হয়েছে একাধিক বিএলও-র। এই বিষয়গুলোকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। সোমবার বিকাল থেকেই সিইও দফতরের বাইরে ধরনায় বসেছেন তাঁরা। এসআইআর-এর কাজে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। সিইও দফতরের বাইরে বসেই স্লোগান দিচ্ছেন বিএলও-দের একাংশ। প্রসঙ্গত, সোমবার দুপুরেই সিইও- দফতরে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার মঞ্চ। এক আন্দোলনকারী বিএলও দফতরের গেটে তালা ঝোলাতে যান। তাঁদের বিক্ষোভ ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

