ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 12, 2025 | 10:57 PM

SIR In WB: প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ-সহ ছ'রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সেখানে অবশ্য সময়সীমা বাড়ানো হয়নি বাংলার। তবে 'তৃণমূলপন্থী' বিএলও অধিকার মঞ্চ অন্য দাবিতেই বিক্ষোভ দেখান।

কলকাতা: সিইও অফিসের সামনে আবারও বিএলও-দের বিক্ষোভ। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। দুপুর থেকে তাঁরা সিইও-অফিসের সামনে জড়ো হন। প্রস্তুত ছিলেন পুলিশ কর্মীরাও। এরপর বেলা গড়াতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ব্যারিকেড দিয়ে পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে। শুরু হয় প্রবল ধস্তাধস্তি। এমন এক ছবি ধরা পড়ে, ব্যারিকেডের এক দিকে বিএলও-রা, অপরদিকে পুলিশ। ব্যারিকেড ধরে ঠেলাঠেলি শুরু হয়। প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ-সহ ছ’রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সেখানে অবশ্য সময়সীমা বাড়ানো হয়নি বাংলার। তবে ‘তৃণমূলপন্থী’ বিএলও অধিকার মঞ্চ অন্য দাবিতেই বিক্ষোভ দেখান।

Published on: Dec 12, 2025 10:55 PM