Aamir Khan’s Son, Bollywood Gossip: ছেলেকে নিয়ে হতাশাগ্রস্ত আমির? হঠাৎ কী এমন হল…

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Aug 02, 2024 | 10:52 PM

Aamir Khan's Son: তাঁর পুত্র জুয়ায়েদ খানের প্রথম অভিনীত ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম ‘মহারাজ’। ছবিকে ঘিরে দুশ্চিন্তা ভর করেছিল আমির খানের মনে। ছেলেকে নিয়ে খানিকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। বলেছেন, "আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনে হত, জুনায়েদের কাজ লোকের ভাল লাগবে তো? জুনায়েদ কিন্তু এই ছবির জন্য খুব পরিশ্রম করেছিল। আমার থেকে কোনও সাহায্য নেয়নি। আমি গর্বিত।"

চটি হাচে স্বস্তিকা

বিদেশে মেয়ের কাছে গিয়ে এ কী কাণ্ড? স্বস্তিকা মুখোপাধ্যায় বর্তমানে রয়েছেন UK-তে। মেয়ে অন্বেষার স্নাতক হওয়ার সেলিব্রেশনে সামিল হতে গিয়েছেন তিনি, তাই বলে চটি হাতে? সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করে লিখলেন, ‘মায়েরা যেটা সব থেকে ভালো পারে সেটাই করছি। সব পোশাকের সঙ্গেই বোঁচকা ব্যাগ নিয়ে চলছি। হাতে চপ্পল নিয়ে ঘুরছি যাতে ইভেন্টের পর মেয়ে পরতে পারে।

পোষ্যকে আগলে সারা
ইতিমধ্যেই বাবা যিশু সেনগুপ্তকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা সেনগুপ্ত। কয়েকদিন ধরেই নীলাঞ্জনা-যিশুর বিচ্ছেদ জল্পনা তুঙ্গে। সারা ইতিমধ্যেই একের পর এক ইনস্টা পোস্ট ও স্টোরিতে বুঝিয়ে দিয়েছেন তিনি মায়ের পাশেই রয়েছেন। এবার পোষ্যকে আগলে করলেন মিষ্টি পোস্ট। লিখলেন মেরা রাজা।

অক্ষয়ের মৃত্যু সংবাদ?
একের পর এক শোকবার্তা পৌঁছে যাচ্ছে অক্ষয় কুমারের ফোনে। যেন তিনি প্রয়াত হয়েছে। তা দেখেই এবার মুখ খুললেন অভিনেতা, বললেন, “আমি মরে যাইনি। মানুষের মৃত্যুর পরে পরিবারকে যে ধরনের শোকবার্তা পাঠানো হয়, আমার কাছে সেগুলি আসছে। এই জন্য কোনও এক সাংবাদিকও আমাকে লিখে পাঠিয়েছেন, ‘চিন্তা কোরো না। তুমি শীঘ্রই ফিরে আসবে।’আমি তাঁকেও উত্তর দিয়েছি, আমাকে এমন কেন লিখে পাঠাচ্ছ? আমি কোথাও যাইনি। আমি এখানেই আছি এবং আমি কাজ করতে থাকব।”

রাহার হওয়ার অপেক্ষায় মহেশ
দাদু মহেশ ভাট অপেক্ষায় রয়েছেন কবে ছোট্ট রাহা কাপুর বড় হবে। কেন জানেন? কারণ হিসেবে পরিচালক বললেন “আমি চাই, রাহা আমার পরিচালিত ছবিগুলির মধ্যে আগে ‘দিল হ্যায় কে মানতা নেহি’ দেখুক। ওর যখন বয়স ১৬ বা তার কাছাকাছি হবে, এই ছবিটা দেখাব ওকে।”

ধন্দে কার্তিক
প্রথম ছবির কথা লুকিয়ে রেখেছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। কাউকে জানাতে চাননি তিনি ‘পেয়ার কা পাঞ্চনামা’ ছবিতে অভিনয় করছেন। এমনকী, ছবির ট্রেলার লঞ্চ নিয়েও কথা উচ্চবাচ্য করেননি। কার্তিক ধন্দে ছিলেন, তাঁর ছবি লোকের পছন্দ হবে না। কিন্তু হল উল্টোটাই। ছবি মুক্তির পর সকলে বাহবা দিয়েছিলেন কার্তিককে। বিশেষ করে তাঁর মোনোলগের।

সাংবাদিকের সঙ্গে জনের বচসা
‘বেদা’ ছবির ট্রেলার লঞ্চে এক সাংবাদিক প্রশ্ন করেন বলিউড অভিনেতা জন আব্রাহামকে। তিনি নাকি অ্যাকশন ধর্মী ছবিতে অভিনয় করে একঘেয়ে হয়ে যাচ্ছেন। মেজাজ হারিয়ে জন বলেন, “আগে ছবি দেখুন। তারপর বিচার করুন। তারপরও যদি এমনটাই মনে হয় আপনার, আমি ছিঁড়ে ফেলব আপনাকে।”

হিনার সংগ্রাম
স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিন্দি সিরিয়ালের অভিনেত্রী হিনা খান। কেমো থেরাপি শুরু হয়েছে তাঁর। লম্বা চুল কেটে পিক্সি কাট করেছিলেন। সেই চুল ঝরে পড়ছে। ন্যাড়া হয়ে গিয়েছেন হিনা। বলেছেন, “আবার যখন নতুন চুল আসবে, আমি পিক্সি কাটই রাখব স্থির করেছি।”

আমিরের দুশ্চিন্তা
আমিরের পুত্র জুনায়েদ খানের প্রথম অভিনীত ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম ‘মহারাজ’। ছবিকে ঘিরে দুশ্চিন্তা ভর করেছিল আমির খানের মনে। ছেলেকে নিয়ে খানিকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। বলেছেন, “আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনে হত, জুনায়েদের কাজ লোকের ভাল লাগবে তো? জুনায়েদ কিন্তু এই ছবির জন্য খুব পরিশ্রম করেছিল। আমার থেকে কোনও সাহায্য নেয়নি। আমি গর্বিত।”

দোকানে কাজ করতেন কাজল!
সিনেমায় আসার আগে চাকরি করবেন বলে ঠিক করেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। চাকরি পেয়েছিলেন বাচ্চাদের জামা-কাপড়ের দোকানে। দোকানের সেলস গার্ল ছিলেন তিনি। কাজটা বেশিদিন করেননি তিনি। বলেছিলেন, “এক জায়গায় বসে-বসে বোর হতাম। যেন আমাকে শাস্তি দেওয়া হয়েছে।”