Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossips: মনোজ বাজপেয়ীর সঙ্গে কী করেছিলেন জুহি চাওলা?

Bollywood Gossips: মনোজ বাজপেয়ীর সঙ্গে কী করেছিলেন জুহি চাওলা?

Nandan Paul

|

Updated on: Dec 12, 2023 | 7:45 PM

Manoj Bajpayee-Juhi Chawla Controversy: ফিল্মের সেটে তরুণ মনোজ বাজপেয়ীকে গরীবের মত দেখতে বলে অপমান জুহি চাওলার। তারপর ঘটেছিল আরও বড় কান্ড

বেশ কিছুদিন আগের ঘটনা, সেটা ২০১৬। ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবির সেটে নায়িকা জুহি চাওলা অপমান করে বসেন অভিনেতা মনোজ বাজপেয়ীকে। ওই ছবিতে মনোজ বাজপেয়ীর এক কুইজ মাস্টারের চরিত্রে অভিনয়ের কথা ছিল। কিন্তু মনোজ শুটে হাজির হতেই দেখলেন শুট বাতিল হল। ছবির অভিনেত্রী জুহি চাওলার মনে হয় মনোজ বাজপেয়ীকে দেখতে কুইজমাস্টারের মতো নয়। তাঁকে দেখতে ‘গরীবের মতো’। কুইজ মাস্টার চরিত্রে ঝকঝকে কাউকে নেওয়া উচিত বলে অভিযোগ করতে থাকেন নায়িকা জুহি।

পরিচালক জয়ন্ত জিলাটর বোঝালেও সেই সময় বোঝেননি জুহি। উল্টে নায়িকা চিৎকার করতে শুরু করেন। এর ফলে ওই ছবি থেকে মনোজকে বাদ দিয়ে নেওয়া হয় ঋষি কাপুরকে। তবে এই বিষয় নিয়ে কখনও মুখ খোলেননি মনোজ। কেন প্রতিবাদ করেননি মনোজ? কাজ হারানোর ভয়ে নাকি নিজেকে প্রমাণের তাগিদে।