AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাজের চাপে হার্ট অ্যাটাক BLO-র?

কাজের চাপে হার্ট অ্যাটাক BLO-র?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 26, 2025 | 7:16 PM

Share

Work Pressure of SIR: বনগাঁর গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার। গত সোমবার দুপুরে বাড়িতে এসআইআরের কাজ করবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

কাজের চাপে অসুস্থ বিএলও। এসআইরের কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি, এমনটাই দাবি পরিবারের। ওই বিএলও ভর্তি রয়েছেন কল্যাণীর গান্ধী হাসপাতালে। চরম উৎকন্ঠায় পরিবারের সদস্যরা। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার। গত সোমবার দুপুরে বাড়িতে এসআইআরের কাজ করবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে কল্যাণী গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করেন। পরিবারের পক্ষ থেকে দাবি, চিকিৎসকরা জানিয়েছেন বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছে, এখনও অবস্থায় তেমন কোন উন্নতি হয়নি। উৎকণ্ঠায় রয়েছে পুরো পরিবার।