সত্যজিৎ শতবর্ষে বই আর সিনেমা পাড়ার পাশে বিচিত্রপত্র
ক্রাউড ফাণ্ডিং-এর মাধ্যমে বিচিত্রপত্র তুলেছে বেশ কিছু অনুদান ওই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য।
গোরস্থানে সাবধানে লালমোহন গাঙ্গুলি ফেলুদাকে বলছেন মাইকেল নরেন্দ্রনাথ বিশ্বাসের লেখা প্রকাশিত হয়েছে ২টি পত্রিকার কোনও একটিতে- হয় লেখনী না হয় বিচিত্রপত্রে। সেই কল্পনার বিচিত্রপত্র এখন বাস্তবের মাটিতে। ত্রৈমাসিক পত্রিকা বিচিত্রপত্র ক্রাউড ফাণ্ডিং-এর মাধ্যমে বইপাড়া আর সিনেমাপাড়ার কলাকুশলী ও শ্রমজীবীদের পাশে দাঁড়াতে চাইছে। অতিমারির লকডাউনে বন্ধ সারা রাজ্য। বন্ধ ষ্টুডিও, বন্ধ ছাপাখানা। বইপাড়া আর সিনেমাপাড়ায় যে সব মানুষ দৈনিক আয়ের হিসাবে কাজ করতেন, তাঁরা আজ বিপন্ন। এই দু’টি অঞ্চলে অবাধ বিচরণ ছিল সত্যজিৎ রায়ের। তাই বিচিত্রপত্র সাহিত্য পত্রিকা সেই সব মানুষের পাশে দাঁড়াল সময়ের দাবিতে সত্যজিৎ শতবর্ষের উদযাপনে। ক্রাউড ফাণ্ডিং-এর মাধ্যমে বিচিত্রপত্র তুলেছে বেশ কিছু অনুদান ওই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য।