BRICS, RBI: ব্রিকস-এর ভিতরে নিজেদের মুদ্রায় বাণিজ্যের প্রস্তাব ভারতের
Reserve Bank of India: সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ২০২৬ সালের ব্রিকস সম্মেলনের আলোচনায় এই বিষয় নিয়ে আলোচনা করতে সরকারকে সুপারিশ করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এই প্রস্তাব মানা হলে, ব্রিকসের দেশগুলোর মধ্যে এমন উদ্যোগ প্রথম হবে। যদিও প্রযুক্তি, প্রশাসন ও লেনদেনের ভারসাম্য নিয়ে এই ৫টি দেশ ঐক্যমতে না এলে নতুন মুদ্রার বিষয়টা অনেকটা পিছনের সারিতে চলে যাবে।
আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পকে চাপে ফেলতে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নতুন এক প্রস্তাব। BRICS দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য ডলারের বদলে নিজেদের আলাদা মুদ্রা ব্যবহার করবে। যাতে এই ৫টি দেশ অর্থাৎ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্য ও পর্যটনের লেনদেন সহজ হয়। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ২০২৬ সালের ব্রিকস সম্মেলনের আলোচনায় এই বিষয় নিয়ে আলোচনা করতে সরকারকে সুপারিশ করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এই প্রস্তাব মানা হলে, ব্রিকসের দেশগুলোর মধ্যে এমন উদ্যোগ প্রথম হবে। যদিও প্রযুক্তি, প্রশাসন ও লেনদেনের ভারসাম্য নিয়ে এই ৫টি দেশ ঐক্যে না এলে অবশ্য নতুন মুদ্রা চালু হওয়ার বিষয়টা অনেকটা ধীর হয়ে যাবে।
Published on: Jan 28, 2026 12:46 PM

