Business News: ব্যবসায় আগ্রহ বাড়ছে বাঙালির
২০২০তে বিজনেস রিফর্ম অ্যাকশান প্ল্যান নেয় কেন্দ্র সরকার। সেই প্ল্যান কতটা কার্যকর হয়েছে তা নিয়ে একটি সমীক্ষা করে কেন্দ্র সরকার। সেই সমীক্ষার রিপোর্ট বেরোয় ইজ অফ ডুইং বিজনেস তালিকায়।
২০২০তে বিজনেস রিফর্ম অ্যাকশান প্ল্যান নেয় কেন্দ্র সরকার। সেই প্ল্যান কতটা কার্যকর হয়েছে তা নিয়ে একটি সমীক্ষা করে কেন্দ্র সরকার। সেই সমীক্ষার রিপোর্ট বেরোয় ইজ অফ ডুইং বিজনেস তালিকায়।
ওই রিপোর্টে দেখা যাচ্ছে তালিকার শীর্ষে এখন পশ্চিমবঙ্গ। বাঙালি শুধুমাত্র চাকরি নয় ঝুঁকি নিয়ে ব্যবসাও করতে চাইছে । তরুণ প্রজন্ম ব্যবসায় বেশি আগ্রহী বলছে এই রিপোর্ট। রাজ্যে ১০ হাজারেরও কম বড় কারখানা। স্টার্ট আপও খুব একটা ভাল নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প তুলনামূলক বেশি। শেয়ারে লগ্নির ক্ষেত্রে ঝুঁকি নিতে চেয়েছে ৩% বঙ্গবাসী। ৫.২% বাঙালি মিউচুয়াল ফান্ডে লগ্নি করেছে।
এলআইসি তে লগ্নি করার বিষয়ে দেশে ৪র্থ স্থানে বাংলা। দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র আছে পশ্চিমবঙ্গের আগে। অর্থাৎ বলা যায় বাণিজ্যে বসতে লক্ষ্মী এই প্রবাদকে আবার আঁকড়ে ধরে দিন বদলাতে চাইছে বাঙালি।