Burdwan VC: এ কী দৃশ্য! গদগদ হয়ে মন্ত্রীকে প্রণাম করতে ছুটছেন উপাচার্য

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 17, 2025 | 11:48 PM

এই প্রথম নয়। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য। একটি অনুষ্ঠানে ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মজা করতে গিয়ে ফাউল করে বসেন। সেই সময় সৌরভ খানিকটা বিরক্ত হয়েছিল বলেই মনে করেছেন সেখানে উপস্থিত লোকজন। উপাচার্যের এই আচরণের তীব্র সমালোচনা শুরু করেছেন বিরোধীরা।

উপাচার্য নয়, যেন দলের ক্যাডার! এই ভাষাতেই সমালোচনা করছেন অনেকে। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির রক্তদান শিবিরের আয়োজন করে। সেই অনুষ্ঠান মঞ্চেই এই ঘটনা ঘটে। একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন, তা বোধ হয় ভাবেননি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজেও।

মন্ত্রীকে সামনে দেখে নিজের আবেগ সামলাতে পারেননি উপাচার্য। তবে এরপরই সৌজন্যের পরিচয় দেন শোভনদেব। এগিয়ে যাওয়া উপাচার্যের হাত ধরে নেন মন্ত্রী। কোনও ক্রমে আটকানো হয় তাঁকে। প্রণাম করা থেকে বিরত করা হয়।