SIR in Bengal: কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিক্ষোভের মুখে পড়েছিলেন, রিপোর্ট জমা দিলেন…

|

Dec 31, 2025 | 9:54 PM

IAS C Murugan: এসআইআর শুনানি চলাকালীন আক্রান্ত কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিকে ঘিরে চলল বিক্ষোভ, গাড়িতে হামলা চালাল একাংশ। এমনকি, গাড়ির দরজা খুলে চালককে টেনে ফেলে পর্যন্ত দেওয়া হল। এবার এই সমস্ত ঘটনাকে ঘিরে কমিশনের কাছে রিপোর্ট জমা দিলেন বিশেষ পর্যবেক্ষক।

মগরাহাট: এসআইআর শুনানি চলাকালীন আক্রান্ত কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিকে ঘিরে চলল বিক্ষোভ, গাড়িতে হামলা চালাল একাংশ। এমনকি, গাড়ির দরজা খুলে চালককে টেনে ফেলে পর্যন্ত দেওয়া হল। এবার এই সমস্ত ঘটনাকে ঘিরে কমিশনের কাছে রিপোর্ট জমা দিলেন বিশেষ পর্যবেক্ষক। কেন পুলিশ সুপার বা জেলাশাসক নিরাপত্তার ব্যবস্থা করেননি। রিপোর্টে সেই প্রশ্ন তুলে ধরলেন তিনি। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে কোনও জেলায় যাওয়ার জন্য কেন অনুমতি নিতে হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান।