Calcutta High Court: ইডির বিরুদ্ধে যত অভিযোগ ছিল তৃণমূলের সব খারিজ করল হাইকোর্ট

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 14, 2026 | 7:29 PM

Calcutta High Court: তৃণমূলের যুক্তি টিকলই না কোর্টে। ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি সওয়াল করেন কেন্দ্রের আইনজীবীর। যা নথি মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছেন তা ফিরিয়ে দেওয়া হোক। কোর্টে সওয়াল ইডির। এ দিন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন, তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দফতর ও বাড়িতে।

হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (TMC)। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তৃণমূলের যুক্তি টিকলই না কোর্টে। ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি সওয়াল করেন কেন্দ্রের আইনজীবীর। যা নথি মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছেন তা ফিরিয়ে দেওয়া হোক। কোর্টে সওয়াল ইডির। এ দিন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন, তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দফতর ও বাড়িতে।