Calcutta High Court: IPAC-এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ, নবান্নের সামনে ধরনায় বসতে চেয়ে কোর্টে বিজেপি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2026 | 10:38 PM

মামলা দায়েরের অনুমতি দিল আদালত। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গিয়েছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই। আমি চেয়েছি। ১৫ বা ১৬ তারিখ বসতে চাই। পুলিশকে বলেছি কোনও রেসপন্স নেই। কোর্টে যাব।"

IPAC এ তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ। নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি।
বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি দিল আদালত। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গিয়েছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই। আমি চেয়েছি। ১৫ বা ১৬ তারিখ বসতে চাই। পুলিশকে বলেছি কোনও রেসপন্স নেই। কোর্টে যাব।”