Calcutta High Court: শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2026 | 7:12 PM

Suvendu Adhikari:ওই মামলায় হাইকোর্টে সুরক্ষা চেয়ে আবেদন করেন শুভেন্দু। বুধবার বিধানসভার বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুভেন্দুর বিরুদ্ধে ২৯ জানুয়ারি পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে বিচারপতি নির্দেশ দেন। একইসঙ্গে চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলায় ঘটনায় CAPF এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় পাল্টা বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় হাইকোর্টে সুরক্ষা চেয়ে আবেদন করেন শুভেন্দু। বুধবার বিধানসভার বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুভেন্দুর বিরুদ্ধে ২৯ জানুয়ারি পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে বিচারপতি নির্দেশ দেন। একইসঙ্গে চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলায় ঘটনায় CAPF এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।