IPL 2025, Shreyas Iyer, GT vs PBKS: প্রীতির ভাগ্য ফেরাবেন ‘চ্যাম্পিয়ন’ শ্রেয়স?
Shreyas Iyer: চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ২৬.৭৫ কোটি টাকায় অন্যান্য দলগুলোর থেকে ছিনিয়ে নেয় পঞ্জাব। শাহরুখের মুখে গত মরসুমে হাসি ফোটাতে পেরেছিলেন শ্রেয়স। প্রীতির জন্যও সেটাই কি পারবেন?
রোহিত-বিরাটের পরের প্রজন্মের কথা উঠলে শ্রেয়স আইয়ারের নাম আসতে বাধ্য। এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। ছেলেবেলা থেকে ক্রিকেট তাঁকে টানেনি। ১৮ বছর বয়সে প্রবীণ আমরের নজরে পড়েন। সেই শুরু, আর ফিরে তাকাতে হয়নি। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। যদি জাতীয় দল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ফেরা যায়, তা হলে দেখা যাবে শ্রেয়সের রেকর্ড। গত মরসুমে কেকেআরকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। চলতি আইপিএলে তাঁর ঠিকানা আর নাইট শিবির নয়। প্রীতির পঞ্জাবের নেতৃত্বের ব্যাটন শ্রেয়সের হাতে। চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ২৬.৭৫ কোটি টাকায় অন্যান্য দলগুলোর থেকে ছিনিয়ে নেয় পঞ্জাব। শাহরুখের মুখে গত মরসুমে হাসি ফোটাতে পেরেছিলেন শ্রেয়স। প্রীতির জন্যও সেটাই কি পারবেন?
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

