Viral Video: ভিতু সিংহ আর সাহসী কুকুর
সিংহ কখনও কুকুরকে ভয় পেতে পারে? সিংহকে পশুরাজ বলা হয়। আর সে কি-না সামান্য় একটি কুকুরকে দেখে ভয় পাচ্ছে? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুর সিংহকে ভয় দেখাচ্ছে।
সিংহ কখনও কুকুরকে ভয় পেতে পারে? সিংহকে পশুরাজ বলা হয়। আর সে কি-না সামান্য় একটি কুকুরকে দেখে ভয় পাচ্ছে? একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুর সিংহকে ভয় দেখাচ্ছে। এমন কুকুরকে বাহবা দেওয়া উচিত যে জঙ্গলের রাজাকে ভয় দেখাতে পারে। সিংহটির ভয় পাওয়া ও কুকুরটির সাহস আপনাকে অবাক করবেই। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সিংহ এবং একটি কুকুর মুখোমুখি দাঁড়িয়ে। সিংহ কুকুরটিকে দেখেই তার দিকে ছুটে যায়। কুকুরটিও লেজ নাড়াতে নাড়াতে তার দিকে তেড়ে যায়। এরপর পিছু হটে পশুরাজ সামনের বাঁ পা দিয়ে কুকুরটিকে একটি আক্রমণ করে। সাহসী কুকুরটি কৌশলে আক্রমণ এড়িয়ে সিংহটিকে আবার তেড়ে যায় । পিছু হটে অবাক দৃষ্টিতে সারমেয়টিকে দেখতে থাকে সিংহটি। বীর দর্পে ফিরে আসে কুকুরটি।
Latest Videos