Cannabis Recovery: ৩৫ লাখ টাকার গাঁজা সহ গ্রেফতার ২ পাচারকারী
Cannabis Recovery: মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো NJP থানার সাদা পোষাকের পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি ১২ চাকার ট্রাক আটক করে পুলিশ।
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো NJP থানার সাদা পোষাকের পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ীর জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি ১২ চাকার ট্রাক আটক করে পুলিশ। সেই গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় প্রায় ২২৩ কিলোগ্রাম গাঁজা। বিপুল পরিমান এই গাঁজা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এই বিপুল পরিমান গাঁজা আগরতলা থেকে আনা হয়েছিল এবং তা বিহারে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা হল নীতিশ কুমার এবং মোহাম্মদ সালাম দুজনেই বিহারের বাসিন্দা। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
Latest Videos