Calcutta High Court: বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে গেল মামলা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 19, 2026 | 7:25 PM

Beldanga Chaos: কেন্দ্রীয় বাহিনী চেয়ে আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ যদি মামলা দায়ের করা হয়, তাহলে মঙ্গলবারই এই মামলার শুনানি থাকবে।

বেলডাঙার অশান্তির জল গড়াল হাইকোর্টে। বেলডাঙায় অশান্তি প্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।  জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়।  মামলা দায়েরের অনুমতি দিলেন   প্রধান বিচারপতি সুজয় পাল। কেন্দ্রীয় বাহিনী চেয়ে আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ যদি মামলা দায়ের করা হয়, তাহলে মঙ্গলবারই এই মামলার শুনানি থাকবে।