‘লালার কীর্তি’ জানতে কয়লা খনিতে সিবিআই
ইসিএল-এর দায়িত্বে থাকা কয়লাখনি থেকে কত পরিমাণ কয়লা চুরি হয়েছে জানতে এবার খনিতে নেমে তদন্ত করতে চাইছে সিবিআই।
কয়লাকাণ্ডের কিনারা পেতে সোমবারের পর মঙ্গলবারও কয়লাখনিতে সিবিআইয়ের দল। সঙ্গে খনি বিশেষজ্ঞরা। ইসিএল-এর দায়িত্বে থাকা কয়লাখনি থেকে কত পরিমাণ কয়লা চুরি হয়েছে জানতে এবার খনিতে নেমে তদন্ত করতে চাইছে সিবিআই। প্রথম দফায় সোমবার পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানা এলাকার কাজোরা এরিয়ার হরিশপুর, লছিপুর ও টপলাইন এলাকায় ৩০ জনের একটি দল অভিযানও চালায়।
Published on: Feb 03, 2021 04:07 PM