Nitish Kumar: কারও হাতে মিষ্টি, নীতীশের বাড়িতে চলল সেলিব্রেশন
Nitish Kumar: সকাল থেকে সর্বত্র চলছে মিষ্টিমুখ। উচ্ছ্বাসের ছবি সর্বত্র। প্রত্যাবর্তন নিশ্চিত হতেই এদিন নীতীশের বাসভবনে পৌঁছে যান বিজেপি নেতা সম্রাট চৌধুরী। তারপর একে একে নেতাদের ভিড় বাড়তে শুরু করে। উচ্ছ্বাসের ছবি দেখা যায় বাংলাতেও।
বিহারের ভোটে প্রচারে বারবার গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছুটে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ভোট প্রচারে তারা নিজেদের উন্নয়ন কাজের ঢাক যেমন পিটিয়েছেন, তেমনই জনগণকে বারবার মনে করিয়ে দিয়েছেন জঙ্গলরাজের কথা। সাফল্য পেয়েছে সেই প্রচার। জয় এসেছে বিহারে। একেবারে নিরঙ্কুশ জয়। আর এদিন সকাল থেকেই জয়ের পর নীতীশ কুমারের বাড়িতে চলল সেলিব্রেশন।
সকালেই নীতীশের বাড়িতে পৌঁছে যান বিদায়ী উপ মুখ্যমন্ত্রী। এদিন মোদীর মুখেও শোনা গেল নীতীশ কুমারের নাম। নীতীশের নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি।
Published on: Nov 14, 2025 10:10 PM