ED Raid: কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির
ED Raid: গত নভেম্বর মাসেই এই চক্রের মূল পান্ডা অরুণ সরাফকে গ্রেফতার করা হয়। প্রায় ৭৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। হাওড়ার বালিঘাট থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এই চক্রের একাধিকজনের নাম। এক যোগে কলকাতা-সহ রাজ্যের ১২টি জায়গায় চলছে তল্লাশি।
কলকাতা: নিউ আলিপুর ব্লক জি ‘ তে ব্যবসায়ী পবন কেসারার বাড়িতে ইডি অভিযান।বালি পাচার মামলায় চলছে তল্লাশি। সোমবার এক যোগে ১২টি জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পাহাড়পুর রোডে নিউ সংহতিপল্লি মহেশতলা ১ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী রঞ্জিত সিংয়ের বাড়িতে চলছে ইডি তল্লাশি। মূলত বালি পাচার মামলাতেই চলছে তল্লাশি। গত নভেম্বর মাসেই এই চক্রের মূল পান্ডা অরুণ সরাফকে গ্রেফতার করা হয়। প্রায় ৭৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। হাওড়ার বালিঘাট থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এই চক্রের একাধিকজনের নাম। এক যোগে কলকাতা-সহ রাজ্যের ১২টি জায়গায় চলছে তল্লাশি।