SIR in Bengal: দফায় দফায় শুনানির ডাক! ক্ষেপে গিয়ে চলল বিডিও অফিস ভাঙচুর

|

Jan 15, 2026 | 2:29 PM

SIR Protest in Bengal: তছনছ করে দেওয়া হয়েছে বিডিও অফিস। অভিযোগ, সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানির করা হচ্ছে। তবে বিডিও অফিসে ভাঙচুর চালিয়েই ক্ষান্ত থাকেনি বিক্ষুদ্ধ জনতা। হয়েছে রাস্তা অবরোধ। চলেছে পুলিশের গাড়ি ভাঙচুরও।

তছনছ হয়েছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। ফরাক্কার পর এবার সেখানেও ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের শুনানি ঘিরে চলছে বিক্ষোভ। তছনছ করে দেওয়া হয়েছে বিডিও অফিস। অভিযোগ, সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানির করা হচ্ছে। তবে বিডিও অফিসে ভাঙচুর চালিয়েই ক্ষান্ত থাকেনি বিক্ষুদ্ধ জনতা। হয়েছে রাস্তা অবরোধ। চলেছে পুলিশের গাড়ি ভাঙচুরও।

কিন্তু আচমকা এই ক্ষোভের কারণ কী? এলাকার মানুষের দাবি, দফায় দফায় একাধিকবার শুনানিতে ডাকা হয়েছে। কিছুদিন আগেই এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল তাঁদের। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। আবার ডাকা হয় শুনানিতে। তাতে চড়ে ক্ষোভ।