Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Axar Patel, IPL 2025: 'ব্যাকআপ' ট্যাগ অতীত, DC-র ব্যাটন সামলানো অক্ষরের চ্যালেঞ্জ

Axar Patel, IPL 2025: ‘ব্যাকআপ’ ট্যাগ অতীত, DC-র ব্যাটন সামলানো অক্ষরের চ্যালেঞ্জ

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 24, 2025 | 3:14 PM

Axar Patel: যে দলে লোকেশ রাহুলের মতো প্লেয়ার রয়েছেন, যাঁর আবার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে, তাঁকে ক্যাপ্টেন না করে অক্ষরে আস্থা রেখেছে দিল্লি।

বাপুর উপর ভরসা রাখো… দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন পেয়ে এই বার্তাই দিয়েছিলেন অক্ষর প্যাটেল। ৭ বছর ধরে দিল্লির সঙ্গী। সদ্য ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। তারপরই আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের দায়িত্ব এসেছে অক্ষরের হাতে। একসময় ব্যাকআপ প্লেয়ারের খাতায় ছিলেন। সেখান থেকে জাতীয় দলে নিজের জায়গা মজবুত করেছেন। শুধু তাই নয়, নিজের আইপিএল টিমের ভরসাও পেয়েছেন। তাই তো যে দলে লোকেশ রাহুলের মতো প্লেয়ার রয়েছেন, যাঁর আবার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে, তাঁকে ক্যাপ্টেন না করে অক্ষরে আস্থা রেখেছে দিল্লি।

দিল্লির হাফ ক্যাপ্টেন কি অক্ষর? এমনটা বলার কারণ? আসলে দিল্লি সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে ফাফ ডু’প্লেসিকে। তাঁর অভিজ্ঞতার ভাঁড়ার পূর্ণ। আইপিএলেও নেতৃত্ব দিয়েছেন। ফলে তাঁর থেকে অক্ষরের যেমন শেখার থাকবে, পাশাপাশি একটা চাপও কাজ করবে। সব মিলিয়ে এই নয়া চ্যালেঞ্জে তিনি বাজিমাত করতে পারেন কিনা সেটাই দেখার।