প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস চাঁচল থানার

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 14, 2026 | 2:48 PM

২ জানুয়ারি চাঁচলের সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন শুভেন্দু। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার বিরোধী দলনেতা শুভেন্দুকে নোটিস ধরাল চাঁচল পুলিশ। ২ জানুয়ারি চাঁচলের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, "খগেনদাকে হারিয়ে দিত ভুয়ো ভোটে। কাউন্টিংয়ের আগের দিন এই প্রসূন, একজন ডাকাত, চরিত্রহীন, লম্পট, ইয়াসিনকে নিয়ে গিয়ে লুঠ করতে গিয়েছিল।"

মালদহ: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিস দিল চাঁচল থানার পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে নোটিস পাঠানো হয়েছে। ২ জানুয়ারি চাঁচলের সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন শুভেন্দু। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার বিরোধী দলনেতা শুভেন্দুকে নোটিস ধরাল চাঁচল পুলিশ। ২ জানুয়ারি চাঁচলের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “খগেনদাকে হারিয়ে দিত ভুয়ো ভোটে। কাউন্টিংয়ের আগের দিন এই প্রসূন, একজন ডাকাত, চরিত্রহীন, লম্পট, ইয়াসিনকে নিয়ে গিয়ে লুঠ করতে গিয়েছিল। একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ছিলেন। বালুরঘাটে গেলে যাঁকে সকলে বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। রাজ্য সরকারের পোস্টেও রয়েছেন। এক লক্ষ কুড়ি হাজার টাকা বেতন পাচ্ছেন। চাঁচল হরিশচন্দ্রপুরে তৃণমূলের কো-অর্ডিনেটর হয়েছেন।”  এই মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে নোটিস পাঠানো হয় বিধানসভার বিরোধী দলনেতাকে।