১৯৮৮ সালের কেনা Reliance Industries Limited-এর ৩০টা শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, আজ তার দাম শুনলে চোখ কপালে উঠবে!
Reliance Industries Limited: চণ্ডীগঢ়ের এক ব্যক্তি ঘুম থেকে উঠে হঠাৎ দেখলেন লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছেন তিনি। কীভাবে জানেন?
ভাবুন তো, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে হঠাৎ দেখলেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। কেমন লাগবে আপনার? হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে চণ্ডীগঢ়ের এক ব্যক্তির সঙ্গে। রতন ধিলোঁ নামের ওই ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে রিলায়েন্সের শেয়ারের সার্টিফিকেটের ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, তাঁর বাড়িতে তিনি এই কাগজগুলো খুঁজে পেয়েছেন। তিনি এও বলেছেন তাঁর শেয়ার মার্কেট সম্পর্কে কোনও ধারণা নেই।
এক ব্যক্তি ওই পোস্টের নীচে কমেন্ট করে লিখেছেন, “মোট শেয়ার ৩০টা। ৩ বার স্প্লিট ও ২টো বোনাসের ফলে আজ ৯৬০-এ দাঁড়িয়েছে শেয়ারের সংখ্যা”। ১১ মার্চের দিন শেষের হিসাবে ওই শেয়ারের বর্তমান অর্থ মূল্য ১১ লক্ষ ৮৮ হাজার টাকা।
Latest Videos

৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ

বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?

সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!

১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
